কুসংস্কারকে দূরে ঠেলে আলোক উজ্জ্বল জীবনের দীপ্ত শপথে বিমূর্ত হলো মঙ্গল শোভাযাত্রা
- আপডেট সময় : ০২:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
কুসংস্কারকে দূরে ঠেলে আলোক উজ্জ্বল জীবনের দীপ্ত শপথে বিমূর্ত হলো পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রবি ঠাকুরের কবিতা-গানের পংক্তিতে শান্তির বারির প্রত্যাশা করা হয়। রমজানের পবিত্রতা রক্ষায় বাঁশি, ভুভুজেলা নিষিদ্ধের পাশাপাশি ঢোলের শব্দও সীমিত রাখা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সকাল ৯টায় বের হয় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্নস্তরের মানুষ। যোগ দেন ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষ। চলতি বছরের প্রতিপাদ্য- ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’। এর মাধ্যমে সবার কামনা- পৃথিবীতে শান্তি নেমে আসুক। টেপা পুতুল, ময়ূর, হাতি ও বাঘ ছাড়াও এবারের শোভাযাত্রায় নতুন সংযোজন ছিল নীল গাই। একই সঙ্গে শোভাযাত্রায় বিভিন্ন মুখোশে পেঁচা, ঘোড়া, নকশি পাখি ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি প্রদর্শন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঢোলের তালে তালে নাচতে থাকেন। অংশ নিতে দেখা গেছে বাঙালির সাজে বিদেশি নাগরিকদেরও।