কুড়িগ্রামের চরাঞ্চলে এবার প্রচুর পরিমানে সরিষার চাষ

- আপডেট সময় : ১২:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
এবার প্রচুর পরিমানে সরিষার চাষ হয়েছে কুড়িগ্রামের চরাঞ্চলে । তবে অসময়ে বৃষ্টিতে সরিষা রোপন বিলম্বিত হওয়ায় আশানুরূপ ফলন না পাওয়ার আশঙ্কা কৃষকদের। অন্যদিকে, প্রশিক্ষণের অভাবে সরিষা ক্ষেতে মৌ-চাষ করতে না পারায় বাড়তি উপার্জন থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এদিকে ফেনীতে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। আর অল্প পরিশ্রমে,স্বল্প খরচে ও কম সময়ে অধিক ফলন পাওয়ায় চাষাবাদে আগ্রহী হচ্ছেন তারা।
কৃষি বিভাগের হিসেবে এবার কুড়িগ্রাম জেলায় ১২ হাজার ৪৭৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। গত মৌসুমে সরিষার দাম ভালো পাওয়ায় এবার কৃষকরা বিপুল পরিমান জমিতে সরিষার আবাদ করেছেন। কিন্তু অসময়ে বৃষ্টি এবং অব্যাহত তীব্র শৈত্য প্রবাহে কিছুটা ফলন বিপর্যয় হয়েছে। তাছাড়া সরিষা থেকে মধু আহরনের ধারণা পৌঁছেনি চরাঞ্চলের বেশিরভাগ জায়গায়।
এদিকে, বাড়তি উপার্জনে মৌ-চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের এমনটাই জানালেন এই কর্মকর্তা।
ফেনীতে আমন ও আউশের ফলন থেকে বেশী লাভ ও মাটির উর্বরতা বৃদ্ধিসহ নানা কারণে সরিষার চাষ করছেন কৃষকরা।
ফলন ভাল হওয়ায় প্রায় আড়াই মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা কৃষি বিভাগের। পাশাপাশি আগামীতে ব্যাপকতর মৌ-চাষের পরিকল্পনার কথাও জানালেন এই কর্মকর্তা।
আগামীতে মৌ-চাষের প্রশিক্ষণ দেয়া হলে সরিষার ফলন যেমন ভালো হবে তেমনি মৌ-চাষ করে বাড়তি আয় করা সম্ভব হবে বলে মনে করছেন চাষীরা।