কুড়িগ্রামের নদ-নদীর ভাঙ্গন কবলিত এলাকা ও ভাঙ্গন রোধে চলমান প্রকল্পের কাজ পরিদর্শন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আসন্ন বন্যা মোকাবেলায় কুড়িগ্রামের নদ-নদীর ভাঙ্গন কবলিত এলাকা ও ভাঙ্গন রোধে চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।
সকালে জেলার রাজারহাট উপজেলার বুড়িরহাটের তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা ও সদর উপজেলার মোগলবাসায় ধরলার নদীর ভাঙ্গন রোধে চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলামসহ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী বলেন, চলমান প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে নদী ভাঙ্গন ও বন্যার হাত থেকে এ জেলার মানুষ রক্ষা পাবে। এছাড়াও আসন্ন বন্যা মোকাবেলার জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।