কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে শহিবর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
ভোররাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকার আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শহিবর কাউনিয়ারচর গ্রামে বসবাস করতেন। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে শহিবর রহমানসহ কয়েকজনের একটি দল সীমান্তে গরু ব্যবসা সংক্রান্ত কাজে যায়। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি ওই গরু ব্যবসায়ীদের লক্ষ করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহিবর। জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের হাবিলদার সহকারী মুকিব ও রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ খবরটি নিশ্চিত করেছেন।