কুড়িগ্রামের সবজির বাজারে লকডাউনের প্রভাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চলমান লকডাউনের প্রভাব পড়তে শুরু করেছে কুড়িগ্রামের সবজির বাজারে।
ক্রেতা কমে যাওয়ায় এবং এখানকার উৎপাদিত সবজি ঢাকাসহ বাইরের জেলাগুলোতে পাঠাতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। লকডাউন অব্যাহত থাকলে সকল ধরনের সবজির দাম আরো কমতে পারে বলে জানান তারা। ব্যবসায়ী বলেন, বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং নিম্ন আয়ের মানুষের আয় রোজগার কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এতে করে বড় ক্ষতির মুখে পড়েছেন সবজি উৎপাদনকারী কৃষকসহ ব্যবসায়ীরা।