কুড়িগ্রামে ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ও ময়মনসিংহে বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজার এলাকায় তেলের পাম্পের সামনে সকালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় স্থানীয় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম।তিনি কাঁঠালবাড়ী শিবরাম কাসাইটারী গ্রামের মৃত রহিমুল্লার ছেলে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় ওমর ফারুক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।গেলো রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার অবদার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবদার মোড়ে ময়মনসিংহগামী একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওমর ফারুক মারা যায়।