কুড়িগ্রামে খাদ্যের দাবিতে গাছের গুড়ি ফেলে অবরোধ এবং বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের চৌরাস্তায় খাদ্যের দাবিতে গাছের গুড়ি ফেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে স্থানীয়রা। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐ ইউনিয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে বিক্ষোভকারীদের খাদ্য সহায়তায় আশ্বস্ত করতে গেলে তারা তাদের উপর চড়াও হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী ভাংচুর করে।
সকাল থেকে ৪ শতাধিক ক্ষুধার্ত নারী-পুরুষ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় ঐ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে বারবার তাদের আইডি কার্ডের ফটোকপি নেয়া হলেও এ পর্যন্ত তাদের কোন ত্রাণ সহায়তা দেয়া হয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে থাকতে অবশেষে তারা রাস্তায় নেমেছেন। এ বিষয়ে কাঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল দাবি করেন, সরকারী খাদ্য সহায়তা প্রতিটি ওয়ার্ডেই বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, সড়ক অবরোধের বিষয়টি জানার পর স্থানীয় জনতার সাথে তিনি সরাসরি কথা বলতে গেলে, তার উপর চড়াও হয়ে বিক্ষুব্ধরা গাড়িতে হামলা ও ভাংচুর চালায়।