কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাইক র্যালী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে বাইক র্যালী করা হয়েছে।
সকালে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ থেকে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। ইয়ুথ এন্ড কমিউনিটি এ্যালায়েন্সের সহযোগিতায় কুড়িগ্রাম বাইকার্স ক্লাব রেলীর আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে রেলীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, বাইকার্স ক্লাবের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আহসান হাবীব নীলুসহ অন্যরা। কুড়িগ্রাম বাইকার্স ক্লাব বাল্যবিবাহ ও মাদক বিরোধী রেলী ট্রাফিক বিষয়ে সচেতনতা এবং প্রাকৃতিক দুর্যোগে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।