কুড়িগ্রামে বাড়ছে লটকনের বাণিজ্যিক চাষ

- আপডেট সময় : ০৮:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বাড়ছে লটকনের বাণিজ্যিক চাষ। জেলার আবহাওয়া ও মাটি লটকন উৎপাদনের উপযোগী হওয়ায় বর্ষার এই ফলের বাগান দিন দিন বাড়ছে। এখানকার উৎপাদিত লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হচ্ছে।
কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী, মোগলবাসা, বেলগাছা, রাজারহাট উপজেলার ছিনাই, বিদ্যানন্দসহ জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে লটকনের বাণিজ্যিক বাগান। বেশির ভাগ চাষই করা হয়েছে সুপারী বাগানের ভেতরে, ছায়াযুক্ত জায়গায়।
বেশি পুষ্টিগুন সম্পন্ন এবং কম দাম হওয়ায় এই ফলের চাহিদা দিন দিন বাড়ছে। বর্তমান বাজারে প্রতি মণ লটকন বিক্রি হচ্ছে ১২’শ থেকে ১৪’শ টাকায়।
স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার লটকন যাচ্ছে ঢাকা, বগুড়া, সিরাজগঞ্জ, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
জেলায় এবার ১১৬ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার’শ ৭৫ মেট্রিক টন।
শখ করে দু’চারটি লটকন গাছ লাগালেও, এখন বাণিজ্যিক বাগান করছে কুড়িগ্রামের চাষীরা। এতে লাভবানও হচ্ছেন তারা।