কুড়িগ্রামে শিশু-কিশোররা বাঁশ-কাঠ, কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে তৈরী করছে শহীদ মিনার
- আপডেট সময় : ০৪:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
মহান একুশের চেতনা ও ভাষা শহীদদের অবদান শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে কুড়িগ্রামের পাড়া-মহল্লায় শিশু-কিশোররা বাঁশ-কাঠ, কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে তৈরী করছেন শহীদ মিনার। তাদের এ কাজে উজ্জিবিত করছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাড়ায়-মহল্লায় শিশু-কিশোররা বিভিন্ন উপকরন দিয়ে শহীদ মিনার নির্মাণ করতো। এর সংখ্যা এখন অনেকাংশে কমে গেছে। একুশের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় সংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম জেলা সদরে ২য় বারের মত শহীদ মিনার নির্মানের প্রতিযোগীতার আয়োজন করেছে।
এ আয়োজনে সাড়াও মিলেছে। জেলা সদরের বিভিন্ন পাড়া মহল্লায় নির্মিত হয়েছে ২ শতাধিক অস্থায়ী শহীদ মিনার। এসব অস্থায়ী শহীদ মিনার তৈরীতে উৎসাহিত করছেন অবিভাবকরাও।
প্রচ্ছদ কুড়িগ্রামের এ উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাংস্কৃতিক সংগঠক ও কবি সাহিত্যিকরা।
আয়োজকরা জানালন, প্রতিযোগীতা নয় মুলত শিশু-কিশোরদের একুশের চেতনায় উজ্জিবিত করতে এই আয়োজন।
এধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা সাংস্কৃতিক কর্মী ও সকল স্তরের মানুষের।