কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পণ্য আমদানী-রপ্তানী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম।
করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ ভারতের ধুবড়ি জেলা লকডাউন করা হলে এ বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানী রপ্তানী বন্ধ করে দেয়া হয়। একই সাথে বাংলাদেশের ব্যাবসায়ীরাও বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে করোনা সংক্রমন এড়াতে সামাজিক দুরত্ব মানার পাশাপাশি স্যানিটাইজিং ও স্প্রেসহ বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে দু’দেশের ব্যাবসায়ীরা আজ থেকে এ বন্দর দিয়ে পন্য আমদানী-রপ্তানীর কাজ শুরু করেছেন।