কুয়াকাটায় সমুদ্র সৈকতে নামকীর্তন, পূজা ও পূণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হয়েছে রাস উৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কুয়াকাটায় সমুদ্র সৈকতে নামকীর্তন, পূজা ও পূণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হয়েছে রাস উৎসব।
ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান শুরু করে পূণ্যার্থীরা। এরআগে শনিবার রাত ১২টা এক মিনিটে ৩৪টি যুগল পূর্তিমা দর্শনের মাধ্যমে এ রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।এসময় শাঁখ বাজিয়ে, উলু ধ্বনি এবং নাম কৃর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। তবে করোনার কারণে এবার হচ্ছেনা মেলা। সীমিত আকারে ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। দর্শনার্থী, পূণ্যার্থী এবং ভক্তদের নিরাপত্তায় কুয়াকাটায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। হিন্দু ধর্মালম্বীদের মতে দ্বাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও রাধীকার লীলা শেষে স্নান করে পূন্যার্জন করেন। সেই থেকে পূর্ন্যরে আসায় রাস স্নানের প্রথা প্রচলিত হয়ে আসছে কুয়াকাটায়।