কুয়াশায় ৫ ঘন্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে ভোর ৫ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়। বিআইডব্লিউটিসির আরিচা শাখার সহকারী ব্যবস্থাপক ব্যবস্থাপক আব্দুল সালাম বলেন, অতিরিক্ত কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসলে ফেরি চলাচল বন্ধ করা হয়। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে ৪ ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে ছিল। কুয়াশা কমে আসলে সকাল ১০ টার দিকে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ১১টি ফেরি দিয়ে সিরিয়াল অনুয়ায়ী পারা পার করা হচ্ছে যানবাহন ।