কুয়েট শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ জনকে সাময়িক বহিষ্কার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কুয়েট শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অসদাচরণের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেজানসহ ৯ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিন আহমদকে সভাপতি করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে, শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যায়।