কুয়েট শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর অভিযোগ
- আপডেট সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
অবরুদ্ধ রেখে মানসিক নির্যাতন করায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কুয়েট শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
দুপুরে সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বাধীন ছাত্রলীগের একটি গ্রুপ ক্যাম্পাসের রাস্তা থেকে ড. সেলিম হোসেনকে জেরা শুরু করে। পরে, তাকে অনুসরণ করে তার ব্যক্তিগত কক্ষে ঢোকে তারা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় আধাঘন্টা ওই শিক্ষকের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে তারা। পরে, ড. সেলিম হোসেন দুপুরের খাবার খেতে ক্যাম্পাসের পাশেই বাসায় যান। তিনি বাথরুম থেকে বের হচ্ছেন না দেখে, তার স্ত্রী অন্যদের সহযোগিতায় দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক ড. সেলিমকে মৃত ঘোষণা করেন। কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রতিক চন্দ্র বিশ্বাস বলেন, সিসিটিভির ফুটেজ দেখে এ ঘটনার তদন্ত করা হবে। কর্মসুচি ঠিক করতে কাল সভা ডেকেছে শিক্ষক সমিতি।