কূটনৈতিক জটিলতায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো আটকে আছে
- আপডেট সময় : ০৮:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কূটনৈতিক জটিলতায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো আটকে আছে। জটিলতা দূর করতে দুই দেশের সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জনশক্তি রপ্তানীকারীদের সংগঠন বায়রার সিন্ডিকেট বিরোধী মহাজোট। দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তারা।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোজ্য পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। দেশটির অর্থনীতির দ্বিতীয় অর্থ যোগানদাতা পাম তেল শিল্প। এই পাম তেল শিল্পের সিংহভাগ কর্মী ইন্দোনেশিয়া ও বাংলাদেশের। সম্প্রতি ইন্দোনেশিয়া জানিয়ে দিয়েছে, তারা মালয়েশিয়ায় পাম তেল শিল্পে আর কোনো কর্মী পাঠাবে না। দেশটিতে পাম তেল উৎপাদন বিগত সময়ের তুলনায় সর্বনিম্ন প্রায় তিন ভাগের মধ্যে এক ভাগে নেমে গেছে।এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সূর্বন সুযোগ তৈরী হয়েছে অধিক হারের দেশটিতে কর্মী পাঠানোর।
কিন্ত সিন্ডিকেটের কারসাজিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করা যাচ্ছে না। দেশের স্বর্থে সব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ দেয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। তুলে ধরা হয় সিন্ডিকেটের নেপথ্য কারিগরদের পরিচয়।
সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠালে অতীতের মতো আবারও মালাশিয়ার শ্রম বাজার বন্ধ হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
২৫ সিন্ডিকেট ও তাদের মনোনীত সাব এজেন্টদের মাধ্যমে মালাশিয়ায় ১০ লাখ কর্মী নেয়ার অপতৎপরতায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সমালোচনা করেন বায়রা নেতারা।
মালাশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বায়রা সিন্ডিকেট বিরোধী মহাজোটের নেতারা।