কৃত্রিম সংকট দেখিয়ে চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রির অভিযোগ
- আপডেট সময় : ০৮:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগ উঠেছে ডিলার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে। ভরা মৌসুম হওয়ায় চড়া দামেই সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। তবে বেশি দামের কারণে প্রয়োজনীয় সার কিনতে না পারায় চাষাবাদ ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এদিকে, সারের কোনো সংকট নেই বলে দাবি করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ধান, আলু, সবজির পাশাপাশি, চুয়াডাঙ্গায় ৫০ হাজার হেক্টর জমিতে ভূট্টা চাষ হয়। এ সময় প্রচুর সারের প্রয়োজন পড়ে। এই সুযোগে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি করছে ব্যবসায়ীরা। দোকানে দোকানে ঘুরে টিএসপি পাচ্ছে না কৃষক। পেলেও বস্তা প্রতি তিন-চার’শ টাকা বেশি নিচ্ছে।
জেলায় ডিলার ছাড়াও প্রায় এক হাজার সারের দোকান রয়েছে। সরকার ঠিক করে দেয়া দাম মানা হচ্ছে না দোকানগুলোতে। টিএসপি সারের দাম ১১০০ টাকার বদলে ১৫০০, ডিএপি ৮০০ টাকার জায়গায় এক হাজার এবং এক’শ টাকা বাড়িয়ে ইউরিয়া বিক্রি হচ্ছে ৯০০টাকায়।
সংকটের আশংকা থেকে অতিরিক্ত চাহিদাপত্র দিয়েছে ব্যবসায়ীরা।
নায্য মূল্য নিশ্চিতে ভ্রাম্যমান আদালত কাজ করছে বলে জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলার চার উপজেলায় বিসিআইসি ও বিএডিসির নিবন্ধিত ডিলার রয়েছে ১১৯ জন।