কৃষকদের কপালে চিন্তার ভাঁজ
- আপডেট সময় : ১১:৪৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি তেল, সার, কীটনাশকের দাম বৃদ্ধিতে ময়মনসিংহে কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। বেড়েছে উৎপাদন খরচ। স্থানীয় কৃষি বিভাগ বলছে, কম খরচে ফসল উৎপাদনে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে।
মাঠে বোরো আবাদ আর রবিশস্য তোলায় ব্যস্ত কৃষকরা। ধান, পাট, সবজি উৎপাদনে দেশের অন্যতম অবস্থানে রয়েছে ময়মনসিংহ অঞ্চল। জলবায়ু পরিবর্তনের কারণে ফসল উৎপাদন হ্রাস এবং কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে এ অঞ্চলের কৃষকদের মাঝে বেড়েছে দুশ্চিন্তা। ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখ দেখছেন কৃষকরা। এতে কৃষি কাজ থেকে সরে যাচ্ছেন অনেক কৃষক।
কৃষি ও কৃষককে বাঁচাতে বিদ্যুৎ, সার, কীটনাশকসহ অন্যান্য উপকরণের দাম কমানোর দাবি জানান কৃষকরা।
কম খরচে ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতিতে চাষাবাদ করতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা।দেশের খাদ্যের চাহিদা পূরণে কৃষি ও কৃষকের উন্নয়নের দিকে সুদৃষ্টি দিবে সরকার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।