কৃষকদের লাভের কথা চিন্তা করে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে ফুলের চারা তৈরি করা হচ্ছে
- আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দিবসভিত্তিক অনুষ্ঠান ছাড়াও সারাদেশে নানা উপলক্ষে বাড়ছে ফুলের চাহিদা। এতে করে চাষে আগ্রহী হয়ে উঠছে মেহেরপুরের কৃষক। তারা বলছেন, কৃষি বিভাগের সহায়তা পেলে ফুল চাষ ছড়িয়ে যাবে পুরো জেলায়। কৃষি বিভাগ বলছে, কৃষকদের লাভের কথা চিন্তা করে বারাদি হর্টিকালচার সেন্টারে চারা তৈরি করা হচ্ছে।
যে কোনো দিবস বা আনুষ্ঠানিকতায় ফুল এখন অপরিহার্য। দিন দিন চাহিদা বাড়ায় মেহেরপুরেও শুরু হয়েছে বানিজ্যিকভাবে ফুল চাষ। আগে বাইরে থেকে কিনতে হতো। এখন জেলাতেই পাওয়া যায় হরেক রকমের ফুল। রজনিগন্ধা, গোলাপ, চন্দ্রমল্লিকাসহ নানা রকমের ফুল চাষ করছে স্থানীয় কৃষক।
লাভবান হওয়ায়, নিজ উদ্যোগে নানা ধরনের ফুলের চাষ করেছে তারা। কৃষি বিভাগের সহযোগিতা চায় ফুল চাষীরা। জেলায় ফুল চাষ ছড়িয়ে দিতে বারাদি হর্টি কালচার সেন্টারে চারা উৎপাদনসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায়,কৃষি বিভাগ। নিজেদের লাভের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে মেহেরপুরের ফুল ভূমিকা রাখবে বলে আশা করে সংশ্লিষ্টরা।