কৃষকের অ্যাপ ব্যবহারে চলতি বছর সফলতার মুখ দেখেছে আমন ধান সংগ্রহ অভিযান
- আপডেট সময় : ১০:১৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
রংপুরে কৃষকের অ্যাপ ব্যবহারে চলতি বছর সফলতার মুখ দেখেছে আমন ধান সংগ্রহ অভিযান। আধুনিক এই প্রযুক্তির ফলে দূর্নীতিসহ হয়রানী বন্ধ হয়েছে বলে সন্তোষ করছে কৃষকরা। সেই সাথে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনায় কমেছে মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্ম্য।
চলতি বছর দেশে প্রথমবারের মত সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান কিনছে সরকার। তবে পরীক্ষামূলকভাবে দেশের ১৬ উপজেলায় আধুনিক প্রযুক্তি কৃষকের অ্যাপের মাধ্যমে আমন সংগ্রহ শুরু হয়। তবে কৃষকের অ্যাপ ব্যবহার নিয়ে প্রথম দিকে সংশয় থাকলেও এর ব্যবহারে বেশ খুশি প্রান্তিক কৃষকরা।
কৃষকরা জানান, আধুনিক এই প্রযুক্তি ব্যবহারের ফলে হয়রানী বন্ধসহ দৌরত্ম্য কমেছে মধ্যসত্ত্বভোগীদের। আর উৎপাদন লক্ষমাত্রার চেয়ে সংগ্রহ লক্ষমাত্রা কম হওয়ায় অসন্তোষ রয়েছে কৃষকদের। সেই সাথে অর্থ প্রাপ্তিতে রয়েছে বিড়ম্বনার অভিযোগ।
আবহাওয়া অনুকুলে না থাকায় এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ২৫ শতাংশ ধান সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। আর মধ্যসত্বভোগীদের দৌরত্ম্য কমাতে ব্যাংকের মাধ্যমে অ্যাপে নিবন্ধিত কৃষকদের ধানের দাম প্রদান করা হচ্ছে বলে
জানান এ কর্মকর্তা। রংপুর সদর উপজেলায় কৃষকের অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা হবে আড়াই হাজার টন আমন ধান।