কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে ‘কৃষকের বাজার’ উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের নিকট বিক্রি করতে কুড়িগ্রামের জিয়াবাজারে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে।
সকালে জেলা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে কৃষকের বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আমানউদ্দিন মঞ্জু, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মমতা হকসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। ব্যতিক্রমি এ বাজার উদ্বোধনের ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবে এবং প্রান্তিক কৃষকরা উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে।