কৃষকের ধান ন্যায্যমূল্যে সরকারের কাছে বিক্রির আহ্বান খাদ্যমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সরকারের বাজার মনিটরিং করলে মিল মালিক, আড়তদার ও ফড়িয়া ব্যবসায়ীদের সিন্ডিকেট কম দামে ধান কিনতে পারবে না বলে মনে করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
কৃষকদের এই সুবিধা দিতে বাজারে সব সময় কাজ করবে সরকারের প্রতিনিধিরা। দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কৃষকের মাঝে কৃষি প্রনোদনার অংশ হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্যমন্ত্রী। এসময় মন্ত্রী, বাজারে কম দামে ধান বিক্রি না করে কৃষক সরকারের কাছে ন্যায্যমূল্যে বিক্রির আহ্বান জানান। এই সরকার কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।