কৃষক লীগের আয়োজনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতে দ্রুত ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। এছাড়া আলোচনায় অংশ নেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা।