কৃষক লীগের এক নেতার বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষক লীগের এক নেতার বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রাম থেকে বোমাটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়- কৃষক লীগ নেতা মেহেদী হাসানের নির্মাণাধীন ঘরের বারান্দায় বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা।পুলিশ সেটি উদ্ধার করেছে। তবে বস্তুটি সক্রিয় কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায় বস্তুটি দেখতে টাইম বোমা আকৃতির। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের সনাক্তের চেষ্টাও করা হচ্ছে।