কৃষিপণ্য পরিবহনের জন্য ১২৫টি ল্যাগেজ ভ্যান আমদানী করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
রেলকে কৃষিবান্ধব করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে কৃষিপণ্য পরিবহনের জন্য ১২৫টি ল্যাগেজ ভ্যান আমদানী করা হবে। এগুলোর মধ্যে পচনশীল কৃষি দ্রব্য পরিবহণের জন্য ৩০টি রেফ্রিজারেটর সমৃদ্ধ ল্যাগেজ ভ্যান থাকবে”। এমন মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।
দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট আয়োজিত জেলার সাংবাদিকদের মাঝে করোনাকালীন প্রনোদনার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত রেলকে পুরোপুরি ধ্বংস করেছে। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাকে পঙ্গু করেছে তাঁরা। সেখানে চার হাজার শ্রমিক কাজ করলেও এখন সেখানে মাত্র এক হাজার ৪০০ জন শ্রমিক কাজ করছে।