কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় মনোনয়ন বোর্ডের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অতীতের মতো মনোনয়নের ব্যবসা করতে হলেও, বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে, কার কত দম সেটা দেখতে চায় আওয়ামী লীগ বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী চুড়ান্ত করতে আওয়ামী লীগ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় দলের মনোনয়ন বোর্ডের সভা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অংশ নেন বোর্ডের সদস্যরা।
সুচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করলেও, আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ।
বিএনপি সহিংসতার পুরনো রূপে ফিরেছে অভিযোগ করে তিনি বলেন, এখন তারা জনবিচ্ছিন্ন সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।
২০১৮ সালের নির্বাচন নিয়ে অপবাদ দিলেও কেউ অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি বলে জানান সরকার প্রধান।
দেশবাসীকে আত্মবিশ্বাসের সাথে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।