কেনিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিক্ষার্থীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
কেনিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩৯ জন।
সোমবার বিকেলে দেশটির পশ্চিমাঞ্চলীয় কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আল জাজিরা জানায়, স্কুল ছুটির সময় হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীরা হুড়োহুড়ি শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে। কেনিয়া রেডক্রস এক টুইট বার্তায় জানিয়েছে, স্কুলে শিশুরা পদদলিত হবার পর জরুরি সেবা শুরু করেছে তারা। এদিকে এক শিশুর মা এই ঘটনার জন্য শিক্ষকদের দায়ী করেছেন। ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিক্ষকরা মারধর করায় শিশুরা ভয়ে দৌড়ে পালাচ্ছিল। তবে আসলে কী কারণে আতংক ছড়ায় তা এখনও সঠিকভাবে জানা যায়নি।