কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে আজ আরো ৫ জেলায় সমাবেশ করেছে বিএনপি
- আপডেট সময় : ০৬:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে আজ আরো ৫ জেলায় সমাবেশ করেছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি ও সিরাজগঞ্জে সমাবেশ করছে জেলা বিএনপি। তবে, নারায়ণগঞ্জে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে সমাবেশ। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে ৮ দিনের কর্মসূচি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সমাবেশ আয়োজন করা হয় জেলার ইসলামীয়া সরকারি হাইস্কুল মাঠে। সমাবেশ স্থলে নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষে সংঘর্ষে জড়ালে তা চলে ঘন্টাব্যাপী।
প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও জেলায় জেলায় বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে ক্ষমতাসীন দল।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড কোর্টের সামনে বিক্ষোভ সমাবেশে পুলিশ এসে বাধা দেয়।এ সময় নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ব্যানার জব্দ করে সমাবেশ পণ্ড করে দেয় পুলিশ।
এর আগে নারায়ণগঞ্জে বক্তারা বলেন, সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার ক্ষতি হলে, দায়ভার নিতে হবে সরকারকে।
দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের জেলা স্কুল মাঠের সমাবেশে যোগ দেন। সুচিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যেতে কোন বাধা নেই বলে জানান।
লক্ষ্মীপুর জেলা বিএনপির সমাবেশ যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও আবুল খায়ের ভূঁইয়া।
ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। দুপুরে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।