কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মুহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা
- আপডেট সময় : ০৩:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মুহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।
বৃহস্পতিবার কায়সারের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির পর তা লাল কাপড়ে মোড়ানো পরোয়ানাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী ১৫ দিনের রিভিউ আবেদনের সুযোগ পাবেন জাতীয় পাটির নেতা কায়সার। সেটি খারিজ হলে রাষ্টপতির কাছে প্রাণভিক্ষা চাইতে হবে যুদ্ধাপরাধী কায়সারকে। গত ২১ অক্টোবর সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এর আগে গত ১৪ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো যুদ্ধাপরাধের দায়ে সৈয়দ কায়সারকে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।