কেন্দ্রীয় শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে

- আপডেট সময় : ০৩:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। কোনো ধরণের নাশকতার হুমকি নেই বলেও জানান তিনি। এসময়, বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার নির্দেশনার কথাও জানান ডিএমপি কমিশনার। শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী। সকালে কেন্দ্রীয় শহিদ মিনার পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে যান ডিএমপি কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী। এসময়, শহীদ মিনারের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চার স্তরের নিরাপত্তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা মনিটরিং করা হবে।
সর্বসাধারণের জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার কথাও তুলে ধরেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী শহীদ মিনারের সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনে সবার সহযোগিতার আশা করেন, তারা।