কেন শোকজ খেলেন সাকিব আল হাসান
- আপডেট সময় : ০৬:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ১৬৯২ বার পড়া হয়েছে
আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাগুরা-১ আসনের ক্রিকেটার সাকিব আল হাসান, নারায়নগঞ্জ-১ এ গোলাম দস্তগীর গাজী, ঢাকা-১৯’র ডা. এনামুর রহমান এবং ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। প্রত্যেককে ১ ডিসেম্বর হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। এদিকে সকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ভোট নিয়ে নিরাপত্তার হুমকি নেই। অনিয়মের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে।
গেলো ২৯ নভেম্বর মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নিজ এলাকায় যান ক্রিকেটার সাকিব আল হাসান। যাত্রাপথে কামারখালী থেকে গাড়ি বহর নিয়ে ব্যাপক শোডাউন করে মাগুরা শহরে প্রবেশের পর স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভ্যর্থনা ও নাগরিক সংবর্ধনায় যোগ দেন তিনি। এসব কর্মসূচিতে জনগনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ এনে আচরনবিধি ভঙ্গের দায়ে শোকজ করা হয় সাকিব আল হাসানকে। একই অভিযোগ আনা হয় নারায়নগঞ্জ ১ আসনে গোলাম দস্তগীর গাজী, ঢাকা ১৯ আসনে ডা: এনামুর রহমানকে এবং ফরিদপুর-আসনের মজিবুর রহমান নিক্সনের বিরুদ্ধেও।
এদিকে, বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে সিইসি ও সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জানান, সুষ্ঠু ভোটের জন্য নিরপেক্ষ থাকতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, ভোটে অনিয়মের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ ও নিরপেক্ষ ভোট উপহার দিতে পারবেন, এমন প্রত্যাশার কথাও জানান পুলিশের এই র্শীর্ষ কর্মকর্তা।