কেবল ঢাকায় অবস্থানরত শ্রমিকদের নিয়েই পোশাক কারখানা চালু করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কেবল ঢাকায় অবস্থানরত শ্রমিকদের নিয়েই পোশাক কারখানা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকার বাইরে থেকে শ্রমিক আসার প্রশ্নই আসে না বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পোশাক কারখানার মালিকদের সঙ্গে অনির্ধারিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক কারখানার মালিকরা প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছেন যে, জনস্বার্থ এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কারখানা পরিচালনা করা হবে। আর তাই করোনাভাইরাসে যেন আর কেউ আক্রান্ত না হয়, সেজন্য ঢাকার বাইরে থেকে কোনো শ্রমিক আসবে না। মন্ত্রী আরো জানান, সরকারি নির্দেশনা মেনে শ্রমিকদের গত মার্চ মাসের বেতন পুরোটাই দেবে মালিকরা।