কেরানীগঞ্জে তিনতলা ভবন হঠাৎ দেবে গিয়ে আহত অন্তত ৫ জন
- আপডেট সময় : ০৮:০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জের মধ্যচরাইলে একটি তিনতলা ভবন হঠাৎ দেবে গিয়ে এবং কাত হয়ে ডোবায় উল্টে পড়লে আহত হয়েছে অন্তত ৫ জন। আহতদের উদ্ধারের পর ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ জানায়, নিয়ম না মেনে অবৈধভাবে ভবন নির্মাণ করায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাশে থাকা আরও চারটি ভবনেও ফাটল দেখা দেয়ায় সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ডোবার মাঝে সামান্য কয়েকটা দুর্বল পিলারের ওপর ভবনটি নির্মাণ করা হয়েছিল বলে জানান এলজিইডির প্রকৌশলী।
শুক্রবার সকালে কেরানীগঞ্জের পূর্ব চড়াই স্কুল মাঠের পাশে গড়ে তোলা এই তিনতলা ভবনটি সম্পূর্ণ হেলে পড়ে। সামান্য কয়েকটা দুর্বল পিলারের ওপর ভবনটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয়রা জানায় প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয় এই বিল্ডিং। হঠাৎ করে সকাল ৮টার দিকে ভবনটি পাশের ডোবায় কাত হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে।
ভবনটি পড়ার সময় পাশের দুটি ভবনেও ফাটল দেখা দিয়েছে। তাৎক্ষণিক ওই দুটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়ার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সেখানকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়। নিয়ম না মেনেই নিজেদের ইচ্চেমতো ভবন নির্মাণের ফলে এমন দুর্ঘটনা বলে জানান, কেরানীগঞ্জের এলজিইডির প্রকৌশলী। এই এলাকায় আরো অনেক ঝুঁকিপুর্ণ ভবন থাকায় সেসব চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।