কেরালায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এখনও নিখোঁজ অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
বাড়তি সতর্কতায় এখনও রাজ্যের ১১টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তবে বৃষ্টিপাত কিছুটা কমায় গতি বেড়েছে উদ্ধারে। বন্যাকবলিত এলাকায় অভিযান চালাচ্ছে সেনা ও নৌ বাহিনীর সদস্যরা। ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে জরুরি ত্রাণ সহায়তা। তবে বুধবার থেকে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করছে দেশটির আবহাওয়া বিভাগ। বন্যার পানি বেড়িয়ে যেতে এরই মধ্যে খুলে দেয়া হয়েছে বেশ কয়েকটি বাধ। বন্যার ভয়াবহতার কারণে এবছর শবরী মালা মন্দিরে রাজ্যের সবচেয়ে বড় তীর্থ উৎসব স্থগিত করা হয়েছে।