কে হচ্ছেন তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট?
- আপডেট সময় : ০৩:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
কে হচ্ছেন তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট? বিশ্লেষকদের মত, নাটকীয়তায় ভরা নির্বাচনের রান অফে জয়ের পাল্লা ভারি বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। নানামুখী সংকট মোকাবিলায় ব্যর্থতার কারণে বেশ চাপে ছিলেন তিনি। জনমত জরিপে এগিয়ে থেকেও এই নেতাকে টেক্কা দিতে পারেননি কামাল কিলিচ-দারোগলু।
অনেকেই তুরস্কে রিসেপ তাইয়েপ এরদোয়ান যুগের শেষ দেখেছিলেন। নির্বাচনের আগে প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে ছিলেন টানা দুই যুগ ক্ষমতায় থাকা এই রাজনীতিবিদ। জরিপের ফলাফলকে বুড়ো আঙুল দেখিয়ে প্রথম ধাপের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও বাজিমাত করেছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট। যদিও কাঙ্ক্ষিত পঞ্চাশ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপের আগে যেন পাশার দান উল্টে গেছে। ৫ দশমিক দুই শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থান অর্জন করা সিনান ওগানকে ভাবা হচ্ছে রান অফের কিংমেকার। সেই ওগানের
সমর্থনও পেয়েছেন এরদোয়ান। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ক্যারিয়ারে এক ডজনেরও বেশি নির্বাচনে জয় পাওয়া এরদোয়ান আবার ক্ষমতায় যাওয়ার শুধু আনুষ্ঠানিকতাই বাকি।