কোচের পদ থেকে অব্যাহতি পেলেন স্টিভেন জেরার্ড
- আপডেট সময় : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। রবার্ট লেভানদভস্কির জোড়া গোলে ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা।
ন্যূ-ক্যাম্পে বার্সার তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। সেটিও আবার মাত্র ৭ মিনিটের ব্যবধানে। ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় জাভি হার্নান্দেজের শিষ্যরা। ম্যাচে ৩১ মিনিটে দারুন এক গোলে দলকে লিড এনে দেয় লেভানদভস্কি। ৪ মিনিট পর লিড দ্বিগুণ করে বার্সা। গাভির এসিস্টে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন পোলিশ তারকা লেভানদভস্কি।। তিন মিনিট পর দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয় আনসু ফাতি। বিরতির পর গোটাকয়েক গোলের সুযোগ তৈরি করেও আর ব্যবধান বাড়াতে পারেনি কাতালানরা। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দল।
স্টিভেন জেরার্ডকে কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে এস্টন ভিলা। ফুলহ্যামের সাথে ৩-০ গোলে হারের পরদিনই আসলো এমন সিদ্ধান্ত।
এই মৌসুমে বাজে শুরুর মাশুল দিতে হলো জেরার্ডকে। ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ভিলা। গত মৌসুমে জেরার্ডের হাত ধরে ১৪তম হয়েছিল দলটি। ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি এই খেলোয়াড়কে নিয়ে এবার আরও ভালো করতে চেয়েছিল ক্লাবটি। তবে হয়েছে উল্টো। গত ১১ নভেম্বর অ্যাস্টন ভিলা কোচের দায়িত্ব নিয়েছিলেন জেরার্ড। এই সময়ের মধ্যে ২২ ম্যাচে মাত্র ৪ জয় আনতে সক্ষম হন তিনি। এর মধ্যে এই মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র দুই ম্যাচ জিতেছে ভিলা, হেরেছে ৬ টি। জেরার্ড ২০১৮ সালে প্রথম সিনিয়র পর্যায়ে কোচিং শুরু করেন। স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে জেতান প্রিমিয়ারশিপ শিরোপা।