কোটাপ্রথা দাবিতে ৫ম দিনেও দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি
- আপডেট সময় : ০৮:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
কোটাপ্রথা বাতিলের দাবিতে ৫ম দিনেও দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আন্দোলনকারীদের। বিভিন্ন জেলায় প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত অন্তত ২০ জন।
কুমিল্লায় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ২০ শিক্ষার্থী আহত হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আহত শিক্ষার্থীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রামে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পর নগরীর ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এর আগে বিকেল তিনটায় কদমতলী স্টেশন চত্ত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। একপর্যায়ে মিছিলসহ টাইগারপাস মোড়ে এসে সড়ক অবরোধ করার চেষ্টা করে তারা। এসময় পুলিশ বাধা দিলেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দুই নম্বর গেইট মোড়ে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। আহত হয় অন্তত ৫ জন। কয়েকদফা সংঘর্ষ শেষে দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আন্দোলনে সমর্থন জানিয়ে আগামি দুই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গণসংযোগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা জানানসরকারি চাকরির ক্ষেত্রে কোটা প্রথা সংস্কার করে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারির একদফা দাবি তাদের। সেই সাথে আগামীতে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যুক্ত করে আরো কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।