কোটি কোটি টাকা ঋনের বোঝা, মেয়াদোত্তীর্ণ যন্ত্র ও শ্রমিকের মজুরি বকেয়া রেখেই চালু হচ্ছে সুগার মিল
- আপডেট সময় : ০১:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কোটি কোটি টাকা ঋনের বোঝা, মেয়াদোত্তীর্ণ যন্ত্র ও শ্রমিকের মজুরি বকেয়া রেখেই চালু হচ্ছে নাটোর সুগার মিল। সেই সাথে সময়মতো আখের দাম শোধ না হলে, আখের সংকটেরও শংকা থাকছে। লাভজনক কারখানা গড়তে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছে, সংশ্লিষ্টরা।
উদ্বোধনের পর তিন/চার বছর কিছুটা লাভের মুখ দেখলেও, এখন নিয়মিত লোকসানে চলছে নাটোর সুগার মিল। চলতি অর্থ বছরে মিলে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৮৫ হাজার মেট্রিক টন। প্রতিবছর মাড়াইয়ের আগে জোড়াতালি দিয়ে কোনোরকমে মৌসুম শুরু করে কর্তৃপক্ষ। এতে জীবনের ঝুঁকিতে থাকে শ্রমিকরা। অন্য দিকে উৎপাদনও কম হয় মিলে। গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেনা তারা।
মেশিন প্রতিস্থাপন করলেই মিলটি লাভের মুখ দেখবে বলে জানান, এই কর্মকর্তা। শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ছ’শ কোটি টাকা লোকসানে রয়েছে মিলটি।ঋণসহ নানা কারনে লোকসান হয় বলে জানান, এই জিএম। ভালো জাতের আখ না পাওয়ায় লোকসান হচ্ছে বলে মনে করে কর্তৃপক্ষ। লোকসান ঠেকিয়ে লাভজনক কারখানা গড়তে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছে, সংশ্লিষ্টরা।