কোনভাবেই করোনার লাগাম টানা যাচ্ছে না ভারতে
- আপডেট সময় : ০১:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
কোনভাবেই করোনার লাগাম টানা যাচ্ছে না ভারতে। গত কয়েকদিন ধরে টানা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। দুর্যোগের এ সময় আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মারা গেছে আড়াই হাজারের বেশি মানুষ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৯ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ২ হাজার ৭৬৭ জন। এদিকে দেশটির হাসপাতালগুলোতেও রোগীর চাপ ক্রমশ বাড়ছে। অপরদিকে বিভিন্ন রাজ্যে তীব্র হয়ে উঠেছে অক্সিজেন সঙ্কট। বিশেষ করে রাজধানী দিল্লির পরিস্থিতি বেশ ভয়াবহ। রোববার দিল্লির একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে ২০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে বলে আভাস দিচ্ছে রাজ্য সরকার। প্রতিবেশী দেশ ভারতের মতো পাকিস্তানেও বাড়ছে মহামারি করোনার আগ্রাসন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর করোনাভাইরাসে একদিনে সর্বাধিক মানুষের মৃত্যু হয়েছে গতকাল শনিবার।