কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১০টি কলোনীর দুই শতাধিক বসতঘর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১০টি কলোনীর দুই শতাধিক বসতঘর।
গেলরাতে হুমায়ুন মিয়ার কলোনী থেকে আগুনের সুত্রপাত হয়ে পাশের কলোনীতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৮ কলোনীর দুইশতাধিক বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর কোনাবাড়ী বাইমাইল এলাকার সফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে কমপক্ষে ২০টি টিন সেট ঘর তৈরি করে। রাত ৮টার দিকে হুমায়ুন কবিরের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে পাশের ৮টি ঘবে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।