কোন ধরনের গুজবে কান না দিয়ে যার যার বাড়িতে অবস্থান করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
- / ১৬২৫ বার পড়া হয়েছে
তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান বলেছেন, করোনা ভাইরাসের দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলে, কোন ধরনের গুজবে কান না দিয়ে যার যার বাড়িতে অবস্থান করতে হবে। সেই সাথে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তথ্য প্রতিমন্ত্রী দুপুরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার দৌলতপুর গ্রামে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাবউদ্দিন আহমেদ, পৌর মেয়র রোকনুজ্জামান রুকনসহ আরো অনেকে। পরে জনপ্রতিনিধির মাঝে করোনা প্রতিরোধে পিপিই বিতরণ এবং এই দুর্যোগে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।