কোম্পানীগঞ্জে শান্তি ফেরাতে ১১ দফা প্রস্তাবনা দিয়েছেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা
- আপডেট সময় : ১২:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
চলমান সংকট কাটিয়ে কোম্পানীগঞ্জে শান্তি ফেরাতে ১১ দফা প্রস্তাবনা দিয়েছেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। এই প্রস্তাবনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।
বুধবার ভোররাতে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এই প্রস্তাবনা তুলে ধরেন।আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জ শান্তির জনপদ। এখানে যেন রক্তপাত, সংঘাত ও সংঘর্ষ না হয়। ১১ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে, নোয়াখালীর যে সকল প্রশাসনিক কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়েছে তাদের সরিয়ে অস্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে। সাংবাদিক মুজাক্কির ও অটোরিকশা চালক আলাউদ্দিন হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার করতে হবে। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে হবে। এছাড়া অস্ত্রমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত ও দুর্নীতিমুক্ত কোম্পানীগঞ্জ গড়ার বিভিন্ন যুক্তি তুলে ধরেন তিনি। এরআগে ৩১ মার্চ নিজের ফেসবুক থেকে পদত্যাগের ঘোষণা দেন। এ ছাড়া তিনি আর জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন না করার কথাও ব্যক্ত করেন।