কোরআন পোড়ানো: সুইডেনকে সমর্থন নয় তুরস্কের
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
স্টকহোমে কোরআন পোড়ানোর জের, সুইডেনকে আর ন্যাটোর সদস্য হওয়ার জন্য সমর্থন করবে না তুরস্ক।
স্পষ্টভাবে জানিয়ে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান। সুইডেনকে তারা আর ন্যাটোর সদস্য হওয়ার জন্য সমর্থন করবেন না। ন্যাটোর নিয়মানুযায়ী, তাদের গোষ্ঠীভুক্ত সব দেশ সমর্থন করলেই নতুন কোনো দেশ সদস্য হতে পারে। তাই তুরস্ক বিরোধিতা করলে সুইডেনও ন্যাটোর সদস্য হতে পারবে না।
চলতি মাসে সুইডেনে প্রথমে কুর্দদের একটি প্রতিবাদে এর্দোয়ানের কুশপুতুল পোড়ানো হয়। তারপর শনিবার কোরআন পোড়ানো হয়।
এরপরই এর্দোয়ানের প্রতিক্রিয়া হলো, ”সুইডেন এখন যেন ন্যাটোতে আমাদের সমর্থনের প্রত্যাশা না করে। আমাদের দূতাবাসের সামনে যারা এই সব ভয়ংকর কাজ করছে, তাদের আমরা সমর্থন করব না।”