কোরবানীর ঈদের আগেই উত্তাপ মশলার বাজারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
কোরবানী আগেই উত্তাপ ছড়াচ্ছে বগুড়ায় মসলার বাজার। দাম বেড়েছে আদা, রসুন, জিরা,ধনিয়াসহ সব ধরনের মসলার । ব্যবসায়ীরা বলছেন,ডলার সংকটে আমদানি কম হওয়ায় মূল্যবৃদ্ধি।
ডলার স্বল্পতায় মসলার বাজারেও তৈরি হয়েছে সংকট। এর প্রভাবে অস্বাভাবিকভাবে বাড়ছে মসলার দাম। চীন থেকে আমদানি হচ্ছে আদা, রসুনসহ অন্য মসলা। খুচরা বাজারে ১৬০ থেকে ১৮০ টাকায় রসুনের কেজি বিক্রি হচ্ছে । আদা ২৬০ থেকে ২৮০ টাকা। প্রতি কেজি জিরা ৮৫০ টাকা। আর ধনিয়া ২৬০ টাকা কেজি। অথচ রোজার আগেও এগুলোর ছিলো অর্ধেক দাম।
ডলার সংকটের কারণে এলসি করতে পারেনি অনেক ব্যবসায়ী। তাদের দাবি ,আমদানি কমে যাওয়ায় বাড়ছে দাম।
বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হচ্ছে, জানালেন মার্কেটিং কর্মকর্তা।
টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ কিংবা মসলার বাজার স্বাভাবিক রাখতে কার্যকরী উদ্যোগ দেখতে চান ভোক্তারা।