কোল্ড স্টোরেজে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ডিসি অফিস ঘেরাও
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
কৃষক বাচাঁও, দেশ বাচাঁও এই স্লোগানকে সামনে রেখে কোল্ড স্টোরেজে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও করেছে ঠাকুরগাঁও জেলা আলু চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতি ।
সকালে ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে এই প্রতিবাদ জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আলু চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, চাষী মামুন, হেলাল, মানিকসহ অনেকে। ঘেরাও কর্মসূচী শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেন।