কোস্টগার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১৬০০ বার পড়া হয়েছে
দেশের ভোগলিক গুরুত্ব কাজে লাগাতে হলে জলসীমা ও নৌ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোস্টগার্ডের প্রতিষ্ঠা বার্ষিকী এবং পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্চ মোকাবিলায় কোস্টগার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। আওয়ামী লীগের উদ্যোগে কোস্টগার্ড প্রতিষ্ঠিত হয় এবং সমুদ্রসীমার অধিকার পায় বাংলাদেশ।
দেশে আমদানি-রপ্তানির ৯০ ভাগই হয় সমুদ্র পথে। এবং সমুদ্রসহ উপকূলীয় জলসীমার নৌযান চলাচলের সুরক্ষা দিয়ে কোস্টগার্ডের সদস্যরা দেশের অর্থনীতির অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখছে। এর মাঝে ভি স্যাট কমিউনিকেশন সিস্টেমের সংযুক্তি বিশেষায়িত এই বাহিনীর আধুনিকায়নে যোগ করেছে নতুন মাত্রা। ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁও এ জাতীয় কোস্টগার্ড দিবসের শুরুতেই নির্বাচিত ৪০ সদস্যকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ভি স্যাট সংযোগ এবং দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ৫টি স্টেশন ও ১টি আউটপোস্টের নবনির্মিত অবকাঠামোর ভার্চুয়াল উদ্বোধন করেন শেখ হাসিনা।
বক্তব্যের শুরুতেই বাংলাদেশের ভৌগলিক গুরুত্ব এবং কোস্টগার্ড সদস্যদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, নতুন হেলিকপ্টার ও এভিয়েশন উইংয়ের মাধ্যমে কোস্টগার্ডকে। ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। বিশাল সমুদ্রে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠায় সরকারের দূরদর্শী কূটনীতিকে অন্য দেশের জন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেন শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়তে কোস্টগার্ড সদস্যদের জনগণের বন্ধু হিসেবে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।