কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরার দায়ে সাড়ে ৫১ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০২:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরার দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে ৫১ হাজার টাকা জরিমানাসহ দু’ব্যক্তিকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসন সূত্র জানায়, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইনের নিয়ম বজায় রাখতে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় কাশিয়ানীতে হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় ৪ ব্যক্তিকে ৪১ হাজার টাকা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় কোটালীপাড়ায় ৫ হাজার টাকা, সদর উপজেলায় সাড়ে ৪ হাজার টাকা ও টুঙ্গিপাড়ায় এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটদের কয়েকটি টিম– সঙ্গনিরোধ আইন না মানা, সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং গণবিজ্ঞপ্তি অমান্য করায় ২০ ব্যক্তিকে ৯ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন, আমজাদ হোসেন, শিবানী সরকার, খায়রুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস। এদিকে, সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনা-সদস্যরাও শহরে টহল দিচ্ছেন।