ন্যাশনাল গার্ড সেনাদের মারণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিল পেন্টাগন
- আপডেট সময় : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ক্যাপিটল হিলের পুলিশকে সহায়তায় ন্যাশনাল গার্ড সেনাদের মারণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন।
বাড়তি সতর্কতা হিসেবে ১৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। সেনাদের অতিরিক্ত সংখ্যা দেশের বিভিন্ন স্থান থেকে ওয়াশিংটনে পৌঁছাতে শুরু করেছে। এতদিন ক্যাপিটলে দায়িত্ব পালনকারী ন্যাশনাল গার্ডের সদস্যরা শুধু লজিস্টিক সাপোর্ট দিত স্থানীয় পুলিশ প্রশাসনকে।
কিন্তু ৬ জানুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় সত্যায়নের অধিবেশনে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলায় ৫ জনের প্রাণহানির পর পরিস্থিতি বদলে যায়। অন্য এক আমেরিকা দেখে গোটা বিশ্ব। এ কারণে ২০ জানুয়ারি বাইডেনের অভিষেকের দিন অপ্রত্যাশিত ঝামেলা এড়াতে সেনাদের অস্ত্র বহনের অনুমোদন দেয়া হয়েছে। ২৪ জানুয়ারি পর্যন্ত সেনাদের সশস্ত্র টহল চলবে। একইসঙ্গে ওয়াশিংটনে জারি থাকবে জরুরি অবস্থাও। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই দিন পর্যন্ত জরুরি অবস্থা অনুমোদন করেছেন।