ক্যামিলা রানি হবেন এটা তার আন্তরিক ইচ্ছা : রানি দ্বিতীয় এলিজাবেথ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রানি দ্বিতীয় এলিজাবেথ চান তার ছেলে প্রিন্স চার্লস রাজা হলে, ‘কুইন কনসর্ট’ বা ব্রিটেনের রানি হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। সিংহাসনে বসার ৭০তম বার্ষিকীতে দেয়া বার্তায় তিনি বলেন, ক্যামিলা রানি হবেন এটা তার আন্তরিক ইচ্ছা।
ব্রিটিশ রাজপ্রাসাদ ক্লারেন্স হাউসের এক মুখপাত্র জানায়, রানির এমন ঘোষণায় প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়াল আপ্লুত এবং সম্মানিত বোধ করছেন। মূলত রানি দ্বিতীয় এলিজাবেথের এমন ঘোষণায় তার মৃত্যুর পর চার্লস রাজা হলে ক্যামিলার রানি হওয়ার পথ খুলে গেলো। ১৯৫২ সালে সিংহাসনে বসেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উপলক্ষে ডাচেস অব কর্নওয়ালের ভবিষ্যৎ পদবি নিয়ে জল্পনা-কল্পনার মীমাংসা হলো।