ক্যালিয়ারিকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:০২ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ইতালিয়ান সিরি-আ’য় ক্যালিয়ারিকে ১ গোলে হারিয়ে টেবিলটপ পজিশন আরও পাকাপোক্ত করেছে ইন্টার মিলান। জেনোয়াকে ৩-১ এ হারিয়েছে য়্যুভেন্তাস।
৩০ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৭৪, ১২ কম নিয়ে য়্যুভেন্তাস তৃতীয়। টাইটেল রেইসে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। য়্যুভেন্তাসের আগে মাঠে নেমে নিজেদের ম্যাচ জিতে ব্যবধানটা ১৫ পয়েন্টে নিয়ে গিয়েছিলো ইন্টার। সহজ জয়ে সেটাই কমিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। ম্যাচের চতুর্থ মিনিটেই কুলুসেভিস্কির গোলে লিড নেয় য়্যুভে। খানিক বাদেই স্কোরলাইন ২-০ করেছিলেন আলভারো মোরাতা। বিরতির ঠিক পর পরই একটা শোধ দিয়ে ব্যবধান কমিয়েছিলো জেনোয়া। তবে, বদলি নেমেই ম্যাককেনির গোলে ৩-১ এর জয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করে ফেলে য়্যুভেন্তাস। তারপরও আট রাউন্ড বাকি থাকতে ১২ পয়েন্টের ব্যবধান ঘোচানোটা কঠিনই হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।